জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: পতেঙ্গায় ছুরিকাঘাতে ফেরদৌসী আক্তার (৩৭) হত্যা মামলায় দেবর রনি ও তার ভাই সোলায়মানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত ফেরদৌসীকে হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলার পলাতক প্রধান আসামি রনি ও তার ভাই সোলায়মানকে রবিবার রাতে চড়িহালদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ১৪ জুলাই মধ্যরাতে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ফেরদৌসীকে ছুরিকাঘাত করার পর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0