স্পোর্টস ডেস্ক
ঢাকা: ওভালে ইংল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর টেস্ট জয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন ভারতের দুই পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুইজনই পেয়েছেন নিজেদের ক্যারিয়ারসেরা রেটিং ও অবস্থান।
মোহাম্মদ সিরাজ ৮ উইকেটের পারফরম্যান্সে ম্যাচসেরা হয়ে ১২ ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৬৭৪—যা তার ক্যারিয়ারসেরা। প্রসিদ্ধ কৃষ্ণা উঠেছেন এক লাফে ২৫ ধাপ, এখন ৫৯ নম্বরে, রেটিং পয়েন্ট ৩৬৮—এটাও তার সর্বোচ্চ অবস্থান।
ভারতের জয়ের মতোই ইংল্যান্ডের দুই পেসার গাস অ্যাটকিনসন ও জশ টাং-ও তাদের ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। অ্যাটকিনসন প্রথমবারের মতো প্রবেশ করেছেন শীর্ষ ১০-এ। জশ টাং উঠেছেন ১৪ ধাপ, এখন ৪৬ নম্বরে।
ওভাল টেস্টের সেঞ্চুরিয়ান যশস্বী জয়সওয়াল টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে শীর্ষ পাঁচে ঢুকে পড়েছেন, তার রেটিং পয়েন্ট এখন ৭৯২। অন্যদিকে সেঞ্চুরিয়ান জো রুট ও হ্যারি ব্রুক যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন।
অন্যকে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের মাঝে কিউই ব্যাটার ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছেন।
ম্যাট হেনরি তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে, রেটিং পয়েন্ট ৮১৭—টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অস্ট্রেলিয়ার টিম ডেভিড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দুই ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। পাকিস্তানের সাইম আইয়ুব ২৫ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৩৭ নম্বরে।
বোলারদের মধ্যে, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়ে ৩২তম স্থানে, যেখানে তিনি এখন কেশব মহারাজের সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0