স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে প্রায় প্রতিবারই আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে। এই জায়গা থেকে উত্তরণের পথ খুঁজতে কিছুদিন আগে এক বড় পরিকল্পনার কথা জানায় বিসিবি। গেল মাসের বোর্ড সভায় আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার সাইমন টোফেলকে বিসিবিতে যুক্ত করার বিষয়ে দেওয়া হয় অনুমোদন।
সাবেক এই আম্পায়ার কেবল একা নন, সঙ্গে তার পুরো টিম এসে বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন এবং প্রশিক্ষক হিসেবেও গড়ে তুলবেন। কিন্তু সবকিছু চূড়ান্ত হলেও চুক্তির টাকার অঙ্ক নিয়ে আলোচনার অগ্রগতি কিছুটা থমকে গেছে। তবে এই বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন বিসিবি পরিচালক ও আম্পায়ার কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু।
তিন বছরের চুক্তির জন্য ৩ কোটি ৩৪ লাখ টাকার ওপরে (২ লাখ ৭৫ হাজার ডলার) চেয়েছিলেন সাইমন টোফেল। আর তার পুরো টিমের জন্য সবমিলিয়ে ৮ কোটি ৩২ লাখ টাকার ওপরে (৬ লাখ ৮৫ হাজার ডলার) চাহিদাপত্র দিয়েছিলেন তিনি। কিন্তু বিসিবি এত টাকায় চুক্তি করতে রাজি না হওয়ায় বিষয়টি এখনও ঝুলে রয়েছে।
গণমাধ্যমকে মিঠু বলেন, ‘আমরা টোফেলের চুক্তির বিষয়ে এখনও কাজ করছি। তিনি যে টাকা চেয়েছিলেন বিসিবি থেকে তার অর্ধেক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই মুহূর্তে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই বিষয়ে কথা হচ্ছে। আশা করছি ইতিবাচক কিছু জানাতে পারব।’
২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা সাইমন টোফেল দীর্ঘদিন ধরে আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করছেন। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তাকে যুক্ত করার বিষয়টি সামনে নিয়ে আসেন আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0