মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে নাইটক্লাবে গুলিবর্ষণ: নিহত ৩, আহত অন্তত ১১

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এ হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আরও অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (স্থানীয় সময়) ভোররাত সাড়ে ৩টার দিকে ক্রাউন হাইটস এলাকার ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের এক নাইটক্লাবে এই ঘটনা ঘটে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এ হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্লাবের বাইরে কোনো ‘বিবাদ’ থেকেই এ গোলাগুলির সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া কাছাকাছি একটি রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে, যা এখন পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ।

পুলিশ জানায়, আহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কমিশনার জেসিকা টিসচ আরও বলেন, নিউইয়র্ক শহরের ইতিহাসে এই বছরের প্রথম সাত মাসে সবচেয়ে কম গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। আমরা এর পেছনের সত্য উদঘাটনে কাজ করছি।

সূত্র: আলজাজিরা

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0