জেলা প্রতিনিধি
শরীয়তপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি-জামায়াতসহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্য যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে না পারি তাহলে, ১৫ বছরের ত্যাগ-তিতীক্ষা, মানুষের রক্তঝরা, গুম হওয়া ও ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা যে জীবন দিয়েছে, আবু সাঈদ-মুগ্ধ বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছে, তাদের সেই আত্মত্যাগ বৃথা যাবে। সুতরাং শরীয়তপুর জেলায়ও সেই ঐক্য ধরে রাখতে হবে।
আওয়ামী লীগের দোসররা সারা দেশে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে, অনেক রক্ত ঝরার পরে, অনেক শিশুদের হত্যা করার পরে, অনেক মায়ের বুক খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু দোসররা পালায়নি। তারা সারা দেশে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় গন্ডগোল পাকাচ্ছে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতার ওপর হামলা চালাচ্ছে। অতএব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভা বিএনপির সভাপতি লুৎফর রহমান ঢালীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0