স্পোর্টস ডেস্ক
ঢাকা: পোল্যান্ডের গোলরক্ষক ভয়চেক সেজনি ২০২৪ এর আগস্টে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে নিশ্চিন্তে অবসর কাটাচ্ছিলেন। এমন সময়েই বার্সেলোনার নম্বর ওয়ান গোলরক্ষক টার স্টেগান ইনজুরিতে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে যায়। গোলরক্ষকের খোঁজে মরিয়া বার্সেলোনা ধর্ণা দেয় সেজনির দুয়ারে। আর এভাবেই অবসর ভেঙে ফুটবলে ফেরেন ৩৫ বছর বয়সী এই পোলিশ গোলরক্ষক। এরপর গত মৌসুমে গোলপোস্টের নিচে যে নৈপুণ্য দেখিয়েছেন তাতে আর সহসাই তিনকাঠির নিচ থেকে সরা হচ্ছে না সেজনির।
আরও দুই বছরের জন্য ভয়চেক সেজনির সঙ্গে চুক্তি নবায়ন করল বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ পর্যন্ত ক্যাম্প ন্যুয়ে থাকবেন এই পোলিশ গোলরক্ষক।
সেজনি গত মৌসুমে বার্সেলোনায় যোগ দেয়ার পর লা লিগা ও কোপা দেল রে জিতেছেন। ক্লাবটি বলেছে, 'অপ্রত্যাশিত এক পরিস্থিতিতে আগমনের পর দুর্দান্ত মৌসুমের জন্য এই চুক্তিটি তার জন্য স্বীকৃতি এবং পুরস্কার।'
২০২৪ এর সেপ্টেম্বরে জার্মান গোলরক্ষক টার স্টেগানের হাঁটুর টেন্ডন ছিড়ে যায়। এরপর একদম মৌসুমের শেষ সপ্তাহে তিনি অনুশীলনে ফেরেন। মাঝের সময়টায় বার্সেলোনার গোলবারের নিচে ভরসার আরেক নামে পরিণত হন সেজনি। এই পোলিশের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করায় কাতালান ক্লাবটিতে টার স্টেগানের ভবিষ্যত নিয়ে শঙ্কা বাড়ল। গত জুনে এস্পানিওল থেকে স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা, আর আগে থেকেই আছেন ইনাকি পেনা। টার স্টেগানকে যে আর কাতালান জায়ান্টরা তাদের নম্বর ওয়ান গোলরক্ষক হিসেবে বিবেচনা করছে না তা এক প্রকার নিশ্চিত। চলতি দলবদলেই হয়ত ক্লাব ছেড়ে নতুন ঠিকানা খুঁজে নিতে হবে তাকে।
১৬ বছর বয়সে আর্সেনালে যোগ দেয়ার পর সেজনি গানারদের হয়ে ১৮১টি ম্যাচ খেলেন। খেলেছেন ব্রেন্টফোর্ড, রোমা ও জুভেন্টাসের হয়েও।
২০১৭ সালে তিনি স্থায়ীভিত্তিতে জুভেন্টাসে যোগ দেন। তুরিনের ক্লাবটির হয়ে ৭ বছরে ২৫২ ম্যাচ খেলে তিনবার করে সিরি আ ও কোপা ইতালিয়া জেতেন তিনি।
পোল্যান্ড জাতীয় দলের হয়েও ৮৪ ম্যাচ খেলেছেন এই ৩৫ বছর বয়সী। অংশ নিয়েছেন চারটি ইউরো ও দুবার বিশ্বকাপে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0