স্পোর্টস ডেস্ক
ঢাকা: একসময় ব্রাজিল দলের নিয়মিত মুখ ছিলেন ডেভিড লুইজ। অভিজ্ঞ এই ডিফেন্ডার গুরুতর অভিযোগের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে এক নারীকে গুম করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ দায়ের হওয়ার পর আদালত ভুক্তভোগীর জন্য সুরক্ষা আদেশ জারি করেছেন, যেন লুইজ তার কাছাকাছি যেতে না পারেন।
৩৮ বছর বয়সী লুইজ চলতি মাসের শুরুতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির সঙ্গে চুক্তি করেছেন। এর আগে তিনি ব্রাজিলের ফোর্তালেজায় খেলেছেন। অভিযোগকারী নারী ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা দাবি করেছেন, ফোর্তালেজায় খেলার সময় তার সঙ্গে লুইজের সম্পর্ক ছিল। সে সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হুমকি দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
সেয়ারার সেনাদর পম্পেউ শহরের বাসিন্দা ও এক সন্তানের জননী বারবারোসা গত ২৫ আগস্ট পুলিশের কাছে অভিযোগ করেন। পরদিনই আদালতে সুরক্ষার আবেদন জানান তিনি। সিয়ারার কোর্ট অব জাস্টিস বুধবার জরুরি ভিত্তিতে রিস্ট্রেইনিং আদেশ দেন, যাতে স্থানীয় কর্তৃপক্ষকে তার নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দেয়া হয়।
বারবারোসার আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরা জানিয়েছেন,ইনস্টাগ্রামে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। সেখানেই হুমকি দেন লুইজ। ব্রাজিলের সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল দাবি করেছে, তারা হুমকিমূলক বার্তার স্ক্রিনশটও হাতে পেয়েছে। একটি বার্তায় লুইজ লিখেছেন,‘আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। বুদ্ধি খাটানোর চেষ্টা কোরো না। তোমার ছেলেকে এর পরিণতি ভোগ করতে হতে পারে।’
আবার অন্য এক বার্তায় লুইজ হুমকি দেন,‘আমি চাইলে তোমাকে গায়েব করতে পারি। আমার লোক জানে তুমি কোথায় আছ। আমার কিছুই হবে না।’ আইনজীবীর ভাষ্য, এই বার্তাগুলোর কারণে তার মক্কেল ভেবেছেন যে ২০১০ সালের কুখ্যাত ‘এলিজা সামুদিও’ ঘটনার মতো কিছু ঘটতে পারে। সামুদিও তখন গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেস ডি সুজার হাতে অপহরণের পর খুন হয়েছিলেন।
এ বিষয়ে লুইজের জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে,‘মামলাটি বিচারিক গোপনীয়তার আওতায় রয়েছে। ফলে খেলোয়াড় কোনো প্রকাশ্য মন্তব্য করবেন না। তিনি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করেন উপযুক্ত কর্তৃপক্ষ সত্য উদঘাটন করবে।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0