স্পোর্টস ডেস্ক
ঢাকা: আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে টানতে নতুন করে মাঠে নেমেছে সৌদি আরবের ক্লাব আল-আহলি। ফরাসি সংবাদমাধ্যম ল’কিপ জানাচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই মেসিকে নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে সৌদির এই ক্লাবটি।
বর্তমানে মেসির সঙ্গে মায়ামির চুক্তি চলমান ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে লে কিপ–এর দাবি, আল-আহলির কর্মকর্তারা মনে করছেন, চুক্তি শেষ না হলেও তার আগেই আলোচনার মাধ্যমে তাকে প্রলুব্ধ করা সম্ভব। বোর্ডের পক্ষ থেকে নাকি বলা হয়েছে, মেসিকে দলে টানতে ‘যা কিছু করা দরকার, তাই করা হবে।’
বিষয়টি নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক সপ্তাহ ধরেই। সৌদি কর্মকর্তারা মেসিকে বোঝানোর চেষ্টা করছেন নানা দিক দিয়ে। এটি তাদের দ্বিতীয় প্রচেষ্টা—এর আগে ২০২৩ সালে পিএসজি ছাড়ার সময়ও মেসিকে সৌদি লিগে আনার চেষ্টা হয়েছিল। তবে সে সময় তিনি বেছে নেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিকে।
দুই মৌসুমে মায়ামির হয়ে দুটি শিরোপা (সাপোর্টারস শিল্ড ও লিগস কাপ) জিতেছেন মেসি, তবে এখনো মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা অধরা।
অন্যদিকে, আল-আহলি সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে। দলটিতে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা রবের্তো ফিরমিনো ও গালেনো, আলজেরিয়ান মিডফিল্ডার রিয়াদ মাহরেজ এবং ইংলিশ ফরোয়ার্ড ইভান টনির মতো বড় নাম।
যদি আলোচনায় ইতিবাচক সমাপ্তি আসে, তবে ফের একই লিগে একসঙ্গে দেখা যাবে দুই মহাতারকাকে—আল-নাসরে আগেই খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর এবার হয়তো যোগ দেবেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও।
সৌদি ফুটবল লিগ বিশ্বব্যাপী নজর কাড়ার লক্ষ্যেই বড় তারকাদের দিকে হাত বাড়াচ্ছে। এবার তারা দৃষ্টি রেখেছে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের দিকে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0