Logo

প্রধান উপদেষ্টাকে সৌদি আরবে আমন্ত্রণ জানালেন সৌদি যুবরাজ

রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে রিয়াদে অনুষ্ঠিতব্য ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII9) এর নবম সংস্করণে যোগদানের জন্য সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ এই আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।

আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানানো হয়।

২০১৭ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে এ সম্মানজনক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো।

এ উপলক্ষে সৌদি যুবরাজকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি নির্দিষ্ট তারিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করার জন্যও সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0