স্পোর্টস ডেস্ক
ঢাকা: লিভারপুল তারকা মোহামেদ সালাহ তৃতীয়বারের মতো প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)-এর বর্ষসেরা পুরস্কার জিতেছেন। ৩৩ বছর বয়সী মিশরীয় উইঙ্গার গত মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৯ গোল এবং ১৮ অ্যাসিস্ট করেন।
সালাহ একই সঙ্গে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড় এবং ফুটবল রাইটার্স’ অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, অ্যাস্টনভিলা মিডফিল্ডার মরগান রজার্স জিতেছেন পিএফএ বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব। ২৩ বছর বয়সী এই ইংলিশ তারকা গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ১৪ গোল করেন এবং ভিলাকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে তোলেন।
সাবেক ইংল্যান্ড ম্যানেজার গ্যারেথ সাউথগেট পেয়েছেন মর্যাদাপূর্ণ পিএফএ মেরিট অ্যাওয়ার্ড। জাতীয় দলের হয়ে আট বছরে চারটি বড় টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেন তিনি।
বর্ষসেরা একাদশ
খেলোয়াড়দের ভোটে গঠিত প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আধিপত্য করেছে লিভারপুল ও আর্সেনাল।
গোলরক্ষক: ম্যাটজ সেলস (নটিংহ্যাম ফরেস্ট)
ডিফেন্ডার:
মিডফিল্ডার:
ফরোয়ার্ড:
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0