স্পোর্টস ডেস্ক
ঢাকা: ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ! প্রিমিয়ার লিগে ওপেনিং ডে-তে ১০ গোল করা একমাত্র খেলোয়াড় এখন এই মিসরীয় তারকা।
শুক্রবার বোর্নমাউথের বিপক্ষে লিভারপুলের ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ে চতুর্থ গোলটি করেন সালাহ।
এর মধ্য দিয়ে প্রথম খেলায় গোল করার রেকর্ড আরও উজ্জ্বল করলেন তিনি। আগেই ওপেনিং ডে-তে সর্বাধিক গোলের মালিক ছিলেন, তবে এবার তিনি প্রথম খেলোয়াড় হিসেবে পৌঁছালেন দুই অঙ্কে।
এর আগে ওপেনিং ডে-তে ৮টি করে গোল করেছিলেন প্রিমিয়ার লিগ কিংবদন্তি জেমি ভার্ডি, ওয়েইন রুনি, অ্যালান শিয়ারার ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সালাহর এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১৮৭, যা অ্যান্ডি কোলের সমান, যিনি সর্বকালের তালিকায় চতুর্থ স্থানে আছেন।
অ্যানফিল্ডে আবেগঘন রাতে ম্যাচ শেষে চোখ ভিজেছিল সালাহরও। লিভারপুল সমর্থকরা তখন গাইছিলেন প্রয়াত পর্তুগিজ তারকা দিয়োগো জতার নাম ধরে গান। ম্যাচের আগে ও পরে জোটাকে স্মরণে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।
আগামী ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে নিউক্যাসলের। সালাহ কি আবারও জালে বল জড়াতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0