বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সাবেক রাষ্ট্রপতির ভ্রমণ ইস্যুতে প্রত্যাহার হওয়া এসপি আবার দায়িত্বে

অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় কিশোরগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

কিশোরগঞ্জ: তিন মাস আগে চিকিৎসা নিতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ ভ্রমণ ইস্যুতে সেই আলোচিত ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় আগের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

গতকাল রোববার (৩ আগস্ট) অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিন স্বাক্ষরিত নির্দেশনায় উল্লেখ করা হয়, মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় কিশোরগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

উল্লেখ্য, গত ৭ মে চিকিৎসার জন্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিদেশ গমন করেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ প্রশাসন ও জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তী সময়ে ওই ঘটনার প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার তৎকালীন পুলিশ সুপার হাছান চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

তবে কী কারণে হাছান চৌধুরীকে পুনরায় দায়িত্বে ফেরানো হলো, তা সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে স্পষ্টভাবে জানানো হয়নি।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0