আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: মস্কো থেকে হ্যানয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া এক ফ্লাইটে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যখন কয়েক হাজার ফুট উপরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫০ বছর বয়সী এক যাত্রী। যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে উচ্চ রক্তচাপজনিত জটিলতায়, যা প্রাণঘাতী পরিস্থিতিতে রূপ নিতে পারত।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, যাত্রার প্রায় তিন ঘণ্টার মাথায় ওই যাত্রীর শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। তিনি উচ্চ রক্তচাপজনিত জটিলতায় ভুগছিলেন, যা কোনো সময় প্রাণঘাতী অবস্থার দিকে যেতে পারত। এমন পরিস্থিতিতে মিনিটের ব্যবধানেই সিদ্ধান্ত নিতে হতো, না হলে ঝুঁকি বাড়ত বহুগুণে।
সেই সময় এগিয়ে আসেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো। পেশায় চিকিৎসক মুরাশকো নিজের আসন ছেড়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিমানটির মেডিকেল কিট ব্যবহার করে প্রাথমিক চিকিৎসা শুরু করেন। তিনি রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে আনেন এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করতে সাহায্য করেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মুরাশকো অসুস্থ যাত্রীর পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছেন, হাত ধরে আশ্বস্ত করছেন এবং ধীরে ধীরে তাকে সোজা হয়ে বসাতে সাহায্য করছেন। কেবিনে থাকা অন্যান্য যাত্রীরাও এই দৃশ্য দেখে স্বস্তি পান।
ফলে, যাত্রী অবশেষে স্বাভাবিক হন এবং হ্যানয়ে পৌঁছানোর পর নিজে হেঁটে বিমান থেকে নামেন, কোনো অতিরিক্ত চিকিৎসার প্রয়োজন হয়নি। রাশিয়ার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাশকোর এই মানবিক পদক্ষেপ প্রশংসিত হয়েছে, যা অনেকের মতে তার ‘মানবিক নেতৃত্বের’ বাস্তব উদাহরণ।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0