আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন ভয়ানক, অধর্মী ও কাপুরুষোচিত। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত এই বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। গাজায় ফিলিস্তিনিরা ভয়, অভাব ও ধ্বংসের মুখে পড়েছে।
দোহায় শুরু হওয়া আরব-ইসলামিক সম্মেলনে কাতারের আমির এসব কথা বলেন। তিনি বলেন, দখলদার ইসরায়েল দোহায় সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর পর মুসলিম নেতারা এক জোট হয়েছেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, ইসরায়েলি আগ্রাসন সব সীমা লঙ্ঘন করেছে। তাদের কূটনৈতিক ও সামরিক কার্যক্রম সব যুক্তির সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, আরব-ইসলামিক সম্মেলন এমন সময়ে আহ্বান করা হয়েছে যখন পুরো অঞ্চলে ইসরায়েলি হামলা গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0