শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাশিয়ান দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর অ্যানটন চেরনোভ। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আলোচনায় বাংলাদেশে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। বৈঠকে জানানো হয়, ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। একইসঙ্গে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ ছাড়া রাষ্ট্রদূত মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে জামায়াত আমিরকে আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার আমির ডা. এসএম খালিদুজ্জামান এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0