বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি, ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি ...

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আফগানিস্তানের ক্ষমতাগ্রহণকারী তালেবান সরকারকে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। দেশটি বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা এ ইসলামি গোষ্ঠী মনোনীত একজন রাষ্ট্রদূতকে স্বীকার করে নিয়েছে। খবর রয়টার্সের।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি, ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আমাদের দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশে গতি দেবে।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বিশ্বাস করি, ইসলামিক এমিরেট অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ আমাদের দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপক্ষীয় সহযোগিতা বিকাশে গতি দেবে।

এতে আরো বলা হয়, আমরা বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা দেখছি, বিশেষ করে জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামো খাতের প্রকল্পগুলো নিয়ে। আমরা কাবুলকে আঞ্চলিক নিরাপত্তা সুদৃঢ় করতে এবং সন্ত্রাসবাদ ও মাদক সম্পর্কিত অপরাধের হুমকি মোকাবিলায় সহায়তা অব্যাহত রাখব।

বৃহস্পতিবার কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের সঙ্গে বৈঠক করেন মুত্তাকি। সেখানে দিমিত্রি আনুষ্ঠানিকভাবে রুশ সরকারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে—রাশিয়া 'ইসলামিক আমিরাত অব আফগানিস্তান'কে স্বীকৃতি দিচ্ছে।

এই স্বীকৃতিকে মুত্তাকি 'ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান এবং গঠনমূলক অংশীদারিত্ব'-এর সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সূত্র: রয়টার্স

বাংলাফ্রো/এনআর

Leave a Comment

Comments 0