বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ে মেসিকে ছাড়িয়ে রোনালদোর নতুন মাইলফলক

মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে (৩-২) জয়ের মধ্য দিয়ে রোনালদো ক্যারিয়ারের ৩৯তম বিশ্বকাপ বাছাই গোল করলেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদো আবারও ফুটবল ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন। সেই ইতিহাস গড়ার পথে পর্তুগিজ উইঙ্গার পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে।

মঙ্গলবার হাঙ্গেরির বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে (৩-২) জয়ের মধ্য দিয়ে রোনালদো ক্যারিয়ারের ৩৯তম বিশ্বকাপ বাছাই গোল করলেন। এতে তিনি গুয়াতেমালার সাবেক ফরোয়ার্ড কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতা হলেন।

৪০ বছর বয়সী রোনালদো ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন, যা তার ক্যারিয়ারের ৯৪৩তম গোল। এই গোলের সুবাদে তিনি বাছাইয়ে লিওনেল মেসিকে (৩৬) তিন গোলে পেছনে ফেললেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৪১টিতে, যা বিশ্ব রেকর্ড।

ম্যাচে হাঙ্গেরির বার্নাবাস ভার্গা দুটি গোল করে সমতা ফেরালেও শেষ মুহূর্তে হুয়াও কানসেলোর গোল পর্তুগালকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়। এর আগে প্রথম গোলটি করেছিলেন ম্যানসিটি তারকা বের্নার্দো সিলভা।

এই জয়ের ফলে রবার্তো মার্টিনেজের শিষ্যরা দুই ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ–‘এফ’-এর শীর্ষে রয়েছে ৬ পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে আছে আর্মেনিয়া ৩ পয়েন্ট নিয়ে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0