বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ব্যাটিংয়ে নামতে না নামতেই শেষ আমিরাত

মাঠেও ১৩.১ ওভারে ৫৭ রানে ধসে গেছে স্বাগতিকরা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ‘বর্ষসেরা অঘটনের’ লক্ষ্য নিয়ে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে গ্যালারিতে যেমন তাদের অস্তিত্ব ছিল না। মাঠেও ১৩.১ ওভারে ৫৭ রানে ধসে গেছে স্বাগতিকরা।

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় ভারত। তখনই বোঝা গিয়েছিল উইকেটে বিশেষ কিছু অঁত পেতে আছে। জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেলদের সামনে আমিরাত প্রথম ৭ ওভার কোন মতে টিকলেও কুলদীপ যাদব ও শিভাম দুবে আক্রমণে আসতেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

আমিরাত চতুর্থ ও পঞ্চম ওভারে প্রথম দুই উইকেট হারায়। ওপেনার আলিসান শারাফু ১৭ বলে ২২ রান করেন। এরপর মোহাম্মদ জোয়াইব ও রাহুল চোপড়া সাজঘরে ফেরেন। নবম ওভারে চতুর্থ ব্যাটার হিসেবে অধিনায়ক ও ওপেনার ওয়াসিম ২২ বলে ১৯ রান করে আউট হন। দলটির আর কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি। ১৪ ওভারের মধ্যেই গুটিয়ে যায় দলও।

ভারতের হয়ে বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব ২.১ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। পেস অলরাউন্ডার দুবে ২ ওভারে ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া বুমরাহ, অক্ষর ও বরুণ চক্রবর্তী নেন একটি করে উইকেট।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0