স্পোর্টস ডেস্ক
ঢাকা: সৌদি প্রো লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু করল আল নাসর। শুক্রবার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল তাওউনের মাঠে খেলতে নামে তারা। মাঠে নেমেই আলো কেড়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করে ক্যারিয়ারের ৯৪০তম গোলের দেখা পেলেন তিনি।
তবে ম্যাচে আলো কেড়েছেন লিগে অভিষেক ম্যাচ খেলতে নামা জোয়াও ফেলিক্স। তার কল্যাণে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। ফেলিক্স বাঁ দিক থেকে আসা অ্যাঞ্জেলোর নিখুঁত ক্রসে বাম পায়ে দারুণ শটে বল জালে জড়ান।
এর পরই গোল করেন রোনালদো। ৫৪তম মিনিটে আল তাওউনের ওয়ালিদ আল আহমাদের হ্যান্ডবলের ফলে পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে গোল করেন রোনালদো। প্রতিপক্ষ গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে বল জালে জড়ান তিনি।
গোলের এক মিনিট পরেই স্কোরশিটে নাম তোলেন নতুন যোগ দেওয়া কিংসলে কোমান। গোলরক্ষক নাওয়াফ আল আকিদির লম্বা কিক থেকে প্রতিপক্ষ রক্ষণে ভুল হয়। সেই সুযোগে কোমান মাথা ছুঁইয়ে গোল করে বসেন।
রোনালদো লিগ মৌসুমের প্রথম গোল পেয়েছেন বটে, তবে সৌদি সুপার কাপেও গোল করেছিলেন তিনি। তবে সেই ম্যাচে আল আহলির কাছে টাইব্রেকারে হেরে যায় আল নাসর। কিন্তু ৪০ বছর বয়সী এই তারকা থামেননি। নতুন মৌসুমের শুরুতেই আবারও প্রমাণ করলেন তিনি এখনো দারুণ ফর্মে আছেন।
মৌসুম শুরুর আগে সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন রোনালদো। তিনি লিখেছিলেন, ‘আগামীকাল লিগ শুরু হচ্ছে। আমরা অনুশীলন করেছি। আমরা প্রস্তুত। কিন্তু আমরা একা পারব না… আমাদের আপনাদের প্রয়োজন।’
সমর্থকদের জন্য তিনি আরও লেখেন, ‘আমরা মাঠে সবকিছু দিয়ে লড়াই করব। দলের জন্য, এই ব্যাজের জন্য, আপনাদের প্রত্যেকের জন্য। আপনারা কি আমাদের সঙ্গে থাকবেন? আসুন, এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলি।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0