বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

টেস্ট থেকে আচমকা অবসরের আসল কারণ জানালেন রোহিত

সোমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অবসরের কারণ নিয়ে কথা বলেছেন রোহিত।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ইংল্যান্ড সফরের আগে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্ষিপ্ত বার্তায় নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। তারপর এ ব্যাপারে মুখ খোলেননি এ ওপেনার। তবে সোমবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের অবসরের কারণ নিয়ে কথা বলেছেন রোহিত।

ভারতের সাবেক অধিনায়ক অবশ্য সরাসরি অবসরের কারণ জানাননি। তবে কেন অবসর নিতে হয়েছে তার একটা ইঙ্গিত দিয়েছেন। রোহিত জানিয়েছেন, তার শরীর আর টেস্ট খেলার ধকল নিতে পারবে না বুঝেই সরে গিয়েছেন।

রোহিতের আক্ষেপ, ভারতের তরুণ ক্রিকেটারেরা এখন প্রস্তুতি নেওয়ার উপরে যথেষ্ট গুরুত্ব দেন না। তিনি বলেন, ‘টেস্টের জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হয়। কারণ খেলাটা দীর্ঘমেয়াদী। টেস্টে আপনাকে পাঁচ দিন টিকে থাকতেই হবে। মানসিকভাবে সেটা খুব চাপের। শরীর বিধ্বস্ত হয়ে পড়ে। তবে এটাও ঠিক, প্রথম শ্রেণির ক্রিকেট খেলেই সবাই বড় হয়।’

রোহিত এ প্রসঙ্গে নিজের উদাহরণ টেনেছেন। তিনি বলেছেন, ‘আমরা মুম্বাইয়ে ক্লাব ক্রিকেটের মাধ্যমে প্রথম পেশাদার ক্রিকেটে খেলা শুরু করি। তখন দু’-তিন দিন ধরে খেলাগুলো চলত। তাই আমরা তৈরি হয়ে গিয়েছিলাম। খুব ছোটবেলা থেকে শুরু করার ফলে ভবিষ্যতে পরিস্থিতি সামলাতে কোনো অসুবিধা হয়নি।’

রোহিতের মতে, তরুণ খেলোয়াড়রা ধীরে ধীরে বুঝতে পারেন আগে থেকে তৈরি হওয়া কতটা দরকার। ভারতের সাবেক টেস্ট অধিনায়কের কথায়, ‘আমি ক্রিকেট শুরু করার সময় খুব মজা করতাম। তারপর বয়সভিত্তিক ক্রিকেট খেলেছি। ধীরে ধীরে সিনিয়র ক্রিকেটার এবং কোচেদের মুখোমুখি হয়েছি। বুঝতে শিখেছি কীভাবে সঠিক প্রস্তুতি দরকার।’

তিনি নিজে যে বরাবর প্রস্তুতিকে গুরুত্ব দিয়ে দেখেছেন সেটাও স্পষ্ট করেছেন রোহিত। তিনি বলেন, ‘এমন অনেক কাজ করতে হয় যা চোখের সামনে দেখা যায় না। প্রস্তুতি সে রকমই একটা জিনিস। বারবার একই কাজ করতে হয়। কারণ ওখান থেকেই সব শুরু হয়েছে। মাঠে লম্বা সময় ধরে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করতে হয়।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0