স্পোর্টস ডেস্ক
ঢাকা: প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি তাইরোলের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। লস ব্লাঙ্কোসদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস একটি করে গোল করেছেন।
ম্যাচের শেষ গোলটি করেন চলতি দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদ ছাড়তে চাওয়া রদ্রিগো। তাকে গোলটি করান এমবাপ্পে। তবে ওই গোলের পরও মুখে হাসি ফোঁটেনি রদ্রিগোর। এমবাপ্পে তাকে আলিঙ্গন করেন, সতীর্থরা বাহবা দিতে আসেন। কিন্তু রদ্রিগো ছিলেন নির্বিকার।
ম্যাচে শুরুর একাদশে ফরোয়ার্ড লাইনে এমবাপ্পের সঙ্গে ছিলেন ভিনিসিয়াস ও ব্রাহিম দিয়াজ। শেষ ২১ মিনিট বদলি নেমে খেলেন রদ্রিগো। ওই সময়ে এক গোল ছাড়াও গোলে দুটি শট নিয়েছেন দলটির নাম্বার ১১। শতভাগ সফল পাস দিয়েছেন। ড্রিবলিংয়েও শতভাগ সফল ছিলেন তিনি।
মজার বিষয় হচ্ছে, তাইরোলের বিপক্ষে গোল করা মিলিতাও কিংবা এমবাপ্পে এমনকি প্লে মেকার পজিশনে খেলে গোলে সহায়তা দেওয়া আর্দা গুলারের ছবি রিয়াল মাদ্রিদ তাদের সোস্যাল মিডিয়া সাইটে দিয়েছেন। কিন্তু রদ্রিগোর কোন ছবি ক্লাবটি সোস্যাল মাধ্যমে পোস্ট করেনি। এ থেকে যেন আরও পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে, রদ্রিগোর রিয়াল মাদ্রিদ অধ্যায় একপ্রকার শেষ।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0