জেলা প্রতিনিধি,
নাটোর: নাটোরের ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান নাটোর সুগার মিলে ঘটেছে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। শনিবার (২ আগস্ট) গভীর রাতে মিলের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে মিলের মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানিয়েছে, নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকায় অবস্থিত নাটোর সুগার মিলে মধ্যরাতে একদল সংঘবদ্ধ ডাকাত প্রবেশ করে। তারা প্রথমে মিলের দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে এবং কারখানার ভেতরে ঢুকে পড়ে। পরে মিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নিয়ে যায়।
নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে ডাকাতরা কারখানার ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে গেছে। কী কী যন্ত্রাংশ খোয়া গেছে, সে বিষয়ে তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, \ডাকাতির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। কোন কোন যন্ত্রাংশ খোয়া গেছে, তার তালিকা সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ডাকাতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।\
এ ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। দীর্ঘদিন লোকসানে থাকা ঐতিহ্যবাহী এই মিল নতুন করে ক্ষতির মুখে পড়ায় সংশ্লিষ্ট মহলে হতাশা দেখা দিয়েছে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0