স্পোর্টস ডেস্ক
ঢাকা: রিয়াল মাদ্রিদে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে এক তরুণ প্রতিভাকে ঘিরে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আর্জেন্টাইন বিস্ময়বালক ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে পরিচয় করিয়ে দেবে স্প্যানিশ জায়ান্টরা।
মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে পা রাখা এই মিডফিল্ডারকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড়। চলতি বছরের ১৩ জুন, আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে ৬ বছরের চুক্তিতে তাকে দলে ভেড়ায় লস ব্লাঙ্কোসরা। দলবদলের মূল্য ৪৫ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩২ কোটি টাকা।
তবে বয়স ১৮ না হওয়ায় এতদিন তাকে স্পেনে আনার সুযোগ ছিল না। আজ ১৪ আগস্ট পূর্ণ হচ্ছে সেই বাধা। কারণ আজই মাস্তানতুয়োনোর ১৮তম জন্মদিন। সেই উপলক্ষে বাংলাদেশ সময় বিকাল ৪টায় রিয়ালের ঐতিহ্যবাহী সান্তিয়াগো বার্নাবেউয়ে আয়োজিত হবে তার পরিচয় অনুষ্ঠান।
রিয়ালের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, প্রথমে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, এরপর তাকে মাঠে পরিচয় করিয়ে দেওয়া হবে সমর্থকদের সামনে। অনুষ্ঠানে মাস্তানতুয়োনো নিজেও বক্তব্য রাখবেন।
আর্জেন্টিনার হয়ে এখনও পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাস্তানতুয়োনো। তবে সেই এক ম্যাচেই নাম লেখান রেকর্ডবইয়ে। জাতীয় দলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। ৬ জুন, চিলির বিপক্ষে ১৭ বছর ৯ মাস ২৩ দিন বয়সে তার অভিষেক হয়।
এছাড়া, রিভার প্লেটের হয়ে দুই মৌসুমে ৬৪ ম্যাচ খেলে ১০ গোল ও ৭ অ্যাসিস্ট করেছেন মাস্তানতুয়োনো। ক্লাবটির হয়ে জিতেছেন সুপারকোপা আর্জেন্টিনার শিরোপাও।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0