বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রিয়াল তারকা এমবাপে হাসপাতালে ভর্তি

বুধবার রাতে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে খেলতে পারেননি এমবাপে। ওই ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছে রিয়াল।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: অসুস্থ হয়ে পড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ফরাসি এই ফুটবলার তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে (পেটের পীড়া) ভোগায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে তারা বলেছে, ‘আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন এবং বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বুধবার রাতে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে খেলতে পারেননি এমবাপে। ওই ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ ড্র করেছে রিয়াল।

এমবাপের শারীরিক অবস্থার যদি উন্নতি না হয়, তবে ক্লাব বিশ্বকাপে বড় ধাক্কা খেতে পারে রিয়াল। এরই মধ্যে তারা এমবাপেকে ছাড়া খেলতে নেমে পয়েন্ট হারিয়েছে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0