স্পোর্টস ডেস্ক
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে খেলছে আফগানিস্তান ও পাকিস্তান। এই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মাঝে উত্তেজনা তুঙ্গে।
আফগান ও পাক এই দুই দেশের ক্রিকেট সমর্থকদের নিজের দলকে সমর্থন দেওয়ার তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় মাঠের বাইরেও প্রভাব ফেলে। এবার সেই বিষয়েই ভিন্ন বার্তা দিয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান।
তিনি ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ক্রিকেট হলো ভ্রাতৃত্ব ও আনন্দের খেলা। তাই এ ম্যাচগুলোতে যেন অযথা উত্তেজনা বা বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয়। রশিদ বলেন, ‘খেলোয়াড়রা মাঠে সর্বোচ্চ পারফরম্যান্স করার চেষ্টা করবে। ভক্তদের উচিত খেলাটি উপভোগ করা ও ইতিবাচক মনোভাব রাখা। ’
রশিদ আরও বলেন, ‘ক্রিকেটে কোনো দলই ফেভারিট না, বিশেষ করে টি-টোয়েন্টিতে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। এক বা দুইজন খেলোয়াড় ম্যাচ পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। সবাই ই তার ভালো পারফরম্যান্স করার চেষ্টা করে। ’
এর আগে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মাঠে ও মাঠের বাইরে তীব্র উত্তেজনার কারণে অনেক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়েছেন আফগান তারকা।
শুক্রবার (২৮ আগস্ট) আফগানিস্তান ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে সিরিজটি। শনিবার পাকস্তান মুখোমুখি হবে আমিরাতের। দুই রাউন্ড শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৭ সেপ্টেম্বর।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0