বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এলোপাতাড়ি গুলি, আহত ৫ সেনা সদস্য

থার্ড ইনফেন্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, হামলাকারী সেনা সদস্যকে দ্রুত নিরস্ত্র করে আটক করা সম্ভব হয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে নিজের কর্মক্ষেত্রে গুলি চালানোর অভিযোগে বুধবার (৬ আগস্ট) একজন সক্রিয় কর্তব্যরত সেনা সার্জেন্টকে আটক করা হয়েছে। গুলিতে তার পাঁচ সহকর্মী আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিএনএনের।

থার্ড ইনফেন্ট্রি ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, হামলাকারী সেনা সদস্যকে দ্রুত নিরস্ত্র করে আটক করা সম্ভব হয়েছে। তিনি জানান, আহত সেনাদের অবস্থা স্থিতিশীল এবং তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

লুবাস আরও জানান, হামলাকারীর নাম সার্জেন্ট কার্নিলিয়াস রেডফোর্ড। তবে ঠিক কী কারণে তিনি সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত হ্যান্ডগান দিয়ে এই হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর অস্ত্র ব্যবহার হয়নি।

হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত সৈন্যরা দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় রেডফোর্ডকে হেফাজতে নেওয়া হয়।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি একটি নৃশংসতা। সেনাবাহিনীর অপরাধ তদন্ত বিভাগ নিশ্চিত করবে যেন দোষীকে আইনের সর্বোচ্চ পরিসরে বিচার করা যায়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে উল্লেখ করেছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের বৃহত্তম সেনা ঘাঁটিগুলোর একটি, যেখানে হাজার হাজার সৈন্য ও তাঁদের পরিবারের সদস্যরা বসবাস করেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0