বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, গরমে স্বস্তি

কালেই হালকা বৃষ্টিতে গরমে অতিষ্ঠ নগরবাসীর কিছুটা স্বস্তি মিলেছে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ বুধবার (১৩ আগস্ট) দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সকালেই হালকা বৃষ্টিতে গরমে অতিষ্ঠ নগরবাসীর কিছুটা স্বস্তি মিলেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৩ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বহু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজকের সূর্যোদয়: সকাল ৫টা ৩৩ মিনিট এবং সূর্যাস্ত: সন্ধ্যা ৬টা ৩৪ মিনিট।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0