বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাটের মোংলা থেকে সিরাজগঞ্জগামী মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনের দাঁড়িয়ে ছিল। রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন পার করে দেওয়ার পর মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছাড়ার পর স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়।

এদিকে, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

এতে অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে তাদের গন্তব্যে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি।

রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করবে। এখন খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0