বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে এবং দশম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য আহ্বান জানানো হলো।
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএলের নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে আগামী ১৫ আগস্ট (শুক্রবার) নির্ধারিত ডিএমটিসিএলের ১০টি প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0