বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিক শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেড, উন্নীত হচ্ছে কর্মকর্তাদের স্কেলও

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেড থেকে উন্নীত করে ১১তম গ্রেডে নিয়ে যাওয়ার প্রস্তাব প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে। পাশাপাশি, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয়

উপ-পরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে উন্নীত করার সুপারিশও আগামী সপ্তাহে পাঠানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে। তাদের বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও), জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এবং বিভাগীয় উপ-পরিচালকদের (ডিডি) বেতন স্কেল এক ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার পর বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা, অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করা হয়েছে। এরপর অর্থ মন্ত্রণালয় প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দেয় এবং নতুন পে-কমিশনের কাছেও বিষয়টি তোলা হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী কার বেতন কত হচ্ছে:

সহকারী শিক্ষক:বর্তমান ১৩তম গ্রেড (১১,০০০ টাকা) → প্রস্তাবিত ১১তম গ্রেড (১২,৫০০ টাকা)।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (২,৬০৭ জন):১০ম গ্রেড (১৬,০০০ টাকা) → ৯ম গ্রেড (২২,০০০ টাকা)।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (৫১৬ জন): ৯ম গ্রেড (২২,০০০ টাকা) → ৮ম গ্রেড (২৩,০০০ টাকা)।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (৬৮ জন): ৭ম গ্রেড (২৯,০০০ টাকা) → ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০ টাকা)।

বিভাগীয় উপ-পরিচালক: ৫ম গ্রেড (৪৩,০০০ টাকা) → ৪র্থ গ্রেড (৫০,০০০ টাকা)।

এর আগে প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করায় সমান বেতন স্কেলে তদারকি কর্মকর্তাদের অবস্থান নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। সহকারী শিক্ষকরা তিন ধাপ নিচে থাকায় প্রায় ১৫ হাজার টাকা বেতনের পার্থক্যকে ‘বৈষম্য’ হিসেবে দেখছেন। এ সমস্যার সমাধান করতেই এই বেতন বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0