বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রোনালদোর ডাকে আল নাসরে পর্তুগিজ কোচ

২০২২ সালে রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর চারজন কোচ বদলি হয়েছেন। কিন্তু কেউই কাঙ্ক্ষিত শিরোপাটা এনে দিতে পারেননি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বিশ্বের যে ক্লাবে খেলেছেন সেই ক্লাবেই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই শ্রেষ্ঠত্ব শুধু ব্যক্তিগত নয়, দলীয় অর্জনেও। তবে সৌদি আরবের ক্লাব আল নাসরে এসে ব্যর্থ হয়েছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকলেও তিন মৌসুমে যে কোনো লিগ শিরোপা জিততে পারেননি পর্তুগিজ তারকা।

২০২২ সালে রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর চারজন কোচ বদলি হয়েছেন। কিন্তু কেউই কাঙ্ক্ষিত শিরোপাটা এনে দিতে পারেননি। এবার সেই অপেক্ষা ফুরানোর জন্যই ক্লাবটির ডাগআউটে দাঁড়াচ্ছেন জর্জ জেজুস। ৭০ বছর বয়সী পর্তুগিজ কোচকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে আল নাসর।

রোনালদোর ডাকেই যে আল নাসরের দায়িত্ব নিয়েছেন, তা চুক্তি শেষে জানিয়েছেন জেজুস। তিনি বলেছেন, ‘তার আমন্ত্রণ ছাড়া নিশ্চিতভাবেই এখানে থাকতাম না। আশা করি, অনুপ্রেরণাটা দারুণ হবে। নিশ্চিত করার চেষ্টা করব সৌদি আরবের সেরা ক্লাব আল নাসর এবং তারা শিরোপা জিততে পারে।

রোনালদো এমন একজন ফুটবলার সে যাদের হয়ে খেলেছে সেখানে সবকিছু জিতেছে। তবে এখন পর্যন্ত সৌদি আরবে কিছু জিততে পারেনি। তাকে শিরোপা জিততে সহায়তা করার চেষ্টা করব।’

স্তেফানো পিওলির স্থলাভিষিক্ত হচ্ছেন জেজুস। এর আগে সৌদি লিগেরই আরেক ক্লাব আল হিলালের দায়িত্বে ছিলেন তিনি।

২০২৩-২৪ মৌসুমে হিলালকে ট্রেবলও জিতিয়েছেন পর্তুগিজ কোচ। গত মে মাসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে তার দল বাদ পড়ায় হিলালের দায়িত্ব ছাড়েন তিনি। এবার আল নাসরের হয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হবেন। স্বদেশি কোচকে স্বাগত জানিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে রোনালদো লিখেছেন, ‘স্বাগত মিস্টার জর্জ জেজুস।’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0