বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গণতান্ত্রিক বাম ঐক্যের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিল পুলিশ

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন দাবিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: বাংলাদেশের সাম্যবাদী দল, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও প্রগতিশীল গণতান্ত্রিক দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্যের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন দাবিতে পদযাত্রা নিয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৭১-কে মুছে দিতে ২৪ হয়নি। স্বাধীনতা সংগ্রামে ১৯৭১ সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের আন্দোলন করেছি। কিন্তু বৈষমের যড়যন্ত্র থেকে এখনো মুক্তি পাইনি।

তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বসানো হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, জনগণেরকল্যাণে সুষ্ঠু ও নিরপেক্ষ সংস্কারের জন্য। কিন্তু তিনি সেটা না করে আমেরিকান আধিপত্য বিস্তার করছেন। তার সময়ে জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

বক্তারা বলেন, কোনো প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা নাই। বিগত সরকারের চেয়ে খারাপ অবস্থা এখন দেশে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন,সাম্যবাদী দলের সভাপতি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম, কমরেড আবুল কালাম আজাদ, মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামসুল আলমসহ আরও অনেকে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0