বাংলাফ্লো প্রতিনিধি.
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আর কথামালার রাজনীতি চায় না। মানুষ পরিবর্তন চায়, প্রতিশ্রুতি চায় না। চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন। জনগণের সেই প্রত্যাশা পূরণে বিএনপি বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। যেগুলো বেসিক জিনিস আমরা সেখান থেকেই শুরু করব।
সোমবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর আইইবি প্রাঙ্গণে যুবদল আয়োজিত 'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা' শীর্ষক আলোচনাসভা এবং শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপির এই পরিকল্পনা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। সেই দায়িত্ব ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের। কারণ আমাদের সকল কর্মসূচি দেশের সকল মানুষের জন্য। জনগণের রায় আমাদের প্রয়োজন।
তিনি বলেন, জনগণের সমর্থন আমাদের প্রয়োজন, তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।
বাংলাফ্লো/এনআর
Comments 0