বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচিত সরকার আসলে দেশের মানুষ নিরাপত্তা পাবে: মির্জা আব্বাস

তিনি বলেন, ‘সংস্কারের নামে আজকে যারা নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না।

ফাইল ছবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসলে দেশের মানুষ নিরাপত্তা পাবে এবং চলমান বিশৃঙ্খল অবস্থা থেকে রক্ষা পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এসময় তিনি বলেন, ‘সংস্কারের নামে আজকে যারা নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন। বলার অধিকার আপনাদের আছে। কিন্তু এ নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না।

শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আমার অন্যান্য রাজনৈতিক ভাইয়েরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন। বিএনপি কি এর আগে ক্ষমতায় আসেনি? এর আগে বিএনপি ৩-৪ বার ক্ষমতায় ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয়- তা আমরা মেনে নেব।’

এ সময় তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন, ‘বর্তমান সরকারের ৯ মাসে সংস্কারের নামে এদেশের ৩০ লাখ লোক দরিদ্র হয়েছে। এর মধ্যে ১৮ লাখ নারী।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সোহরাব আমীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহ্বায়ক মনির চেয়ারম্যান, ঢাকা-৫ বিএনপির প্রধান সমন্বয়ক ইমরান আহম্মেদ রাসেল, সদস্য আনোয়ার হোসেন সরকার, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0