স্পোর্টস ডেস্ক
ঢাকা: টেস্ট ক্রিকেটে আরো একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৫৯ রানের বড় জয় তুলে নিয়েছে অজিরা। আর এই জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন ডানহাতি পেসার কামিন্স। বল হাতে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
এই ম্যাচের পারফরম্যান্সের মাধ্যমে কামিন্স ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে ১০ জন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষ অধিনায়কের উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন।
কামিন্স রোহিত শর্মাকে ছয়বার, ডিন এলগারকে তিনবার এবং বেন স্টোকস, টেম্বা বাভুমা, ক্রেইগ ব্র্যাথওয়েট ও টিম সাউদিকে দুইবার করে আউট করেছেন। এছাড়া জো রুট, শান মাসুদ, যশপ্রীত বুমরাহ ও রোস্টন চেজকেও একবার করে ফিরিয়েছেন তিনি।
এছাড়া কামিন্স টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডও নিজের করে নিয়েছেন।
বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে ১৪০টি টেস্ট উইকেট, যা কিংবদন্তি রিচি বেনোদের ১৩৮ উইকেটকে ছাড়িয়ে গেছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0