Logo

যান্ত্রিক ত্রুটির কবলে চট্টগ্রামে ফেরা যাত্রীরা ঢাকা যাচ্ছে ভিন্ন বিমানে

যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

চট্টগ্রাম: মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফের চট্টগ্রামে ফিরে গেছে৷ বিমানে থাকা যাত্রীদের আরেক ফ্লাইট বিজি-১২২ এ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে চট্টগ্রামে নিরাপদে অবতরণ করে যান্ত্রিক ত্রুটির কবলে পড়া বিমানটি। সেখানে ছিল ২৮৭ যাত্রী ছিল।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। পরে ৮টা ৩৭ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে আকাশে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে উল্টো চট্টগ্রামে ফিরে আসে।

পরে বিমানে থাকা যাত্রীদের বিজি-১২২ ফ্লাইটে নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশের ফ্লাইটটি ১০টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল ঢাকা পোস্টকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে। যাত্রীদের আরেকটি ফ্লাইটে অনবোর্ড সম্পন্ন করা হয়েছে।

বাংলাফ্লো/আফি

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0