বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়েছে, উপ-প্রধানমন্ত্রী পাকিস্তান ও তার ব্যক্তিগত পক্ষ থেকে ডা. রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার ঢাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর বসুন্ধরায় আমিরের বাসায় পৌঁছালে জামায়াতের শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

হৃদরোগের সার্জারির পর বর্তমানে সুস্থতার পথে রয়েছেন ডা. শফিকুর রহমান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়েছে, উপ-প্রধানমন্ত্রী পাকিস্তান ও তার ব্যক্তিগত পক্ষ থেকে ডা. রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি জামায়াত আমিরের রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে আজীবন অবদানের প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের বলেন, “দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।”

ইসহাক দারের সঙ্গে ছিলেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকার পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল।

অন্যদিকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0