স্পোর্টস ডেস্ক
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয় দিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচ জিতল পাকিস্তান। শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাইম আইয়ুব ও হাসান নাওয়াজের বিধ্বংসী ইনিংসে ভর করে ৩১ রানের জয় তুলে নেয় সালমান আলি আগার দল।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে অলআউট হওয়ার আগে ২০৭ রান তোলে পাকিস্তান। এই মাঠে তাদের এটি সর্বোচ্চ সংগ্রহ এবং যে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ওপেনার সাইম আইয়ুব ৭ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৬৯ রান করেন। পরে বল হাতে মাত্র ৬ রান খরচে একটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন বাঁহাতি এই ব্যাটার। ২৬ বলে ৫৬ রান করেন হাসান নাওয়াজ। তাদের ব্যাটে গড়া ইনিংসে ক্যামিও যোগ করেন মোহাম্মদ নাওয়াজ (১৫ বলে ২৫) ও ফাহিম আশরাফ (১০ বলে ১৬)।
শেষ চার বলে তিন উইকেট হারিয়ে পাকিস্তান অলআউট হলেও স্কোরবোর্ড থামে দুইশর ঘরে। আরব আমিরাতের হয়ে তিনটি করে উইকেট নেন জুনাইদ সিদ্দিক ও সাগির খান।
বড় লক্ষ্য তাড়ায় আমিরাতের শুরুটা ভালোই ছিল। প্রথম চার ওভারে ৩৯ রান আসে ওপেনিং জুটিতে। কিন্তু দ্রুত তিন উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে স্বাগতিকরা। আসিফ খান লড়াই চালিয়ে গেলেও তা জয় এনে দিতে যথেষ্ট হয়নি। ৬টি চার ও ৬টি ছক্কায় মাত্র ৩৫ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলে কেবল ব্যবধানই কমাতে পারেন তিনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৬ রানে থামে আমিরাতের ইনিংস।
এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল পাকিস্তান। দুই ম্যাচ শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আগার দল। সিরিজের পরবর্তী ম্যাচে সোমবার মুখোমুখি হবে আফগানিস্তান ও স্বাগতিক আরব আমিরাত।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0