বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ফরাসি কাপ জিতে ‘চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ায়’ চোখ পিএসজি কোচের

ফরাসি কাপের ফাইনালে শনিবার (২৪ মে) রাতে রাঁসকে ৩-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: চলতি মৌসুমটা স্বপ্নের মতো কাটছে পিএসজির। রাঁসকে হারিয়ে ঘরোয়া ফুটবলের তৃতীয় বড় শিরোপা জিতেছে তারা। এবার ইউরোপীয় ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট জয়ের অপেক্ষা। কোচ লুইস এনরিকের বিশ্বাস, অধরা এই ট্রফিটিতে চুমু আঁকতে প্রস্তুত তার দল।

ফরাসি কাপের ফাইনালে শনিবার (২৪ মে) রাতে রাঁসকে ৩-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। দুর্দান্ত ছন্দে থাকা দলটি তিনটি গোলই করে প্রথমার্ধে। দুইবার জালের দেখা পান বাহলি বারকোলা ও একটি গোল করেন আশরাফ হাকিমি।

গত জানুয়ারিতে যখন তুলুজকে হারিয়ে ফরাসি সুপার কাপে জেতে পিএসজি, তখন থেকেই তাদের ‘কোয়াড্রপল’ বা মৌসুমে চার ট্রফি জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। সেই পথ ধরে বেশ ভালোভাবেই এগিয়ে এখন শেষ ধাপে আছে এনরিকের দল।

লিগ আঁ শিরোপা ধরে রাখা নিশ্চিত করেছে পিএসজি অনেক আগেই। এবার ফরাসি কাপ জয়। ক্লাবটিতে নিজের প্রথম দুই মৌসুমেই ঘরোয়া ট্রেবল জয়ের স্বাদ পেলেন এনরিকে।

আগামী শনিবার ইউরোপ সেরার লড়াইয়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। গুরুত্বপূর্ণ আসছে লড়াইয়ের আগে ফরাসি কাপ জয় তার দলের জন্য যথাযথ প্রস্তুতি বলে মনে করছেন এনরিকে।

“খুবই ভালো একটি ম্যাচ ছিল। ৩১ মের (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালের জন্য প্রস্তুতিটা ভালোভাবে হলো। এই ফাইনালটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস গড়তে চাই। এর জন্য আমরা প্রস্তুত। আমরা শক্তিশালী একটি দল এবং আমরা শিরোপা জিততে চাই।”

এবার সব মনোযোগ মৌসুমের সবচেয়ে বড় ম্যাচটিতে দিতে চান পিএসজি কোচ।

“চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সবার জন্যই একটি বিশেষ মুহূর্ত হবে। এর জন্য বিশেষ কোনো প্রস্তুতি নেই। আমাদের অনেক চাপের মোকাবেলা করতে হবে, তবে এর জন্য সেরা উপায়ে প্রস্তুতি নিতে হবে। চারপাশের সবকিছু সামলানো সহজ নয়।”

বার্সেলোনার কোচ হিসেবে কন্টিনেন্টাল ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে এনরিকের। পিএসজির হয়ে আরেকবার সেই স্বাদ নিতে চান তিনি। ফরাসি ক্লাবের হয়ে গড়তে চান ইতিহাস।

“সম্ভাব্য চারটি শিরোপার মধ্যে তিনটিই আমরা জিতেছি, এবং আমরা শেষ ধাপে আছি। আশা করি, আমরা পিএসজির হয়ে ইতিহাস গড়তে পারব।”

“দল অনেক প্রতিশ্রুতি দেখিয়েছে এবং এসব কিছুই আমাদের সামনের ম্যাচটির জন্য প্রস্তুত করছে। যা নির্ধারক হবে এবং এই ম্যাচটি আমাদের ইতিহাস গড়ার সুযোগ করে দিতে পারে।”

বাংলাফ্লো/এসও

Leave a Comment

Comments 0