বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তাকে সরকারি কাজে বাধা ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন আনিস নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার ঢাকার মতিঝিলের ওয়াপদা ভবনে পিডিবির ক্রয় পরিদপ্তরে এ ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিডিবি। এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বুধবার(২৬জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার আনিস নামের এক ব্যক্তি পিডিবির ক্রয় পরিদপ্তরের পরিচালক মো. নান্নু মিয়ার কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাঁকে সরকারি কাজে বাধা প্রদান করে। এ সময় এস কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামের কোম্পানির বিপক্ষে পূর্বে গঠিত কমিটির সদস্য হিসেবে প্রতিবেদন না দিতে তাঁকে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে পিস্তল বের করে পরিচালককে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনিস নামের ব্যক্তি পরিচালককে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। তিনি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের মো. সাইফুল ইসলামের পক্ষে এসেছেন বলেও উল্লেখ করেন। এ সময় মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদসহ মাস্ক পরা অবস্থায় অপর এক ব্যক্তি পরিচালকের কক্ষের বাইরে অবস্থান করছিলেন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0