আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী এলাকায় মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় সেখানে নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে অর্ধশতাধিক।এছাড়া ওই এলাকায় ৪০০ পর্যটক আটকা পড়েছেন।
উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ মঙ্গলবার (৫ আগস্ট) মেঘভাঙা বৃষ্টির পর অকস্মাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। প্রবল স্রোতে পাথর-মাটি ভেসে আসে। অনেক হোটেল-রিসর্ট এবং বাসভবন স্রোতে ভেসে যেতে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে। ওই এলাকাটি গঙ্গোত্রী যাওয়ার পথে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান জানান, প্রায় চারশ পর্যটক এখনও ওই এলাকায় আটকে আছেন। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে আনার কাজ চলছে। উদ্ধারকারী দলের সদস্যরা বুধবার রাত পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করতে পেরেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সেখানে হেলিকপ্টার দিয়ে ৪৪ জনকে উদ্ধার নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ।
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী – এনডিআরএফ, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ওই অঞ্চলে।
সুত্রঃ বিবিসি বাংলা।
বাংলাফ্লো/এফএ
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0