জেলা প্রতিনিধি
কক্সবাজার: টেকনাফে নাফ নদীতে বিশেষ মাধকবিরোধী অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে নাফ নদী থেকে ২ লক্ষ ৫০ হাজার পিস পরিত্যক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনার তথ্য আগে থেকেই গোয়েন্দাদের মাধ্যমে পাওয়া যায়। মাদক চোরাচালানকারীরা জেলের ছদ্মবেশে নাফ নদী ব্যবহার করে ইয়াবা পাচারের পরিকল্পনা করেছিল।
এই তথ্যের ভিত্তিতে বিজিবি নাফ নদীতে বিশেষ নৌ-টহল জোরদার করে। দুপুর দেড়টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তৎক্ষণাত তা ধাওয়া করে। নৌকায় থাকা দুই চোরাচালানকারী নদীতে লাফ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।
নৌকায় তল্লাশি চালানো হলে মাছ ধরার জালের ভেতরে মোড়ানো একটি প্যাকেট থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানে কাউকে আটক করা না গেলেও চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিজিবি সবসময় সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ কার্যক্রম ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রেখেছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি অটুট থাকবে।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0