বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, সম্প্রতি চলমান আন্দোলনে সংস্থার যেসব কর্মকর্তারা বড় আকারে সীমা লঙ্ঘন করেছেন, তাদের বিষয়টি হয়তো ভিন্নভাবে বিবেচনা করা হবে।
সোমবার (৭ জুলাই) বিকালে রাজধানীর ঢাকা কাস্টমস হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এনবিআরে আন্দোলনের কারণে রাজস্ব প্রশাসনে আস্থার সংকট তৈরি হয়েছেউল্লেখ করে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, “এই আস্থার সংকট নিরসনের জন্যই আজ কর্মকর্তাদের কাছে এসেছি। তাদের আশ্বস্ত করতে চাই, যদি প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করেন এবং সুষ্ঠুভাবে নিজ নিজ দায়িত্ব পালন করেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই।”
তিনি আরও বলেন, “কেউ কেউ অবশ্য বড় ধরনের সীমা লঙ্ঘন করেছেন। এই বিষয়গুলো হয়তো আলাদা দৃষ্টিকোণ থেকে দেখা হবে। তবে সামগ্রিকভাবে আমার মনে হয় না— কারও আতঙ্কিত হওয়ার প্রয়োজন আছে।”
উল্লেখ্য, গত কিছুদিন ধরে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ দাবিদাওয়ার প্রেক্ষিতে আন্দোলনে যুক্ত হয়েছে।
এরই মধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0