বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‘এখন আমাদের একটিই লক্ষ্য— মিশন অস্ট্রেলিয়া’

হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে মধ্য রাতে তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাইপর্ব শেষে দেশে ফিরেই পেয়েছে সংবর্ধনা।

হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে মধ্য রাতে তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে সমাপনী বক্তব্যে ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বলেন, এখন তাদের একটিই লক্ষ্য- অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে ভালো খেলা।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তার বক্তব্যে খেলোয়াড়, কোচ, টিম স্টাফসহ সবাইকে ধন্যবাদ জানান। দলকে মনে করিয়ে দেন, ‘মিশন অস্ট্রেলিয়া’র কথা

তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নারী জাতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দুটি কাজ করছেন। নতুন করে ইতিহাস লিখছেন এবং আমাদের সমাজের মন-মানসিকতা বদলানোর যাত্রায় আমাদের এগিয়ে নিচ্ছেন।

‘আমরা ১৮ কোটি মানুষ, এটি একটি টিম ওয়ার্ক। আমরা ১৮ কোটি মানুষের দল, আমরা আপনাদের পাশে আছি সমর্থন দেওয়ার জন্য। আপনারা এগিয়ে যান। এখন আমাদের একটিই লক্ষ্য—মিশন অস্ট্রেলিয়া। ’

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0