মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আয় গাজায় পাঠাবে নরওয়ে

আগামী ১১ অক্টোবর ওসলোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি, যেখানে মাঠে নামবেন আর্লিং ব্রট হালান্ডরা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া আয় গাজায় মানবিক সহায়তায় দান করবে নরওয়ের ফুটবল ফেডারেশন। আগামী ১১ অক্টোবর ওসলোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি, যেখানে মাঠে নামবেন আর্লিং ব্রট হালান্ডরা।

মঙ্গলবার এক বিবৃতিতে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেন, ‘গাজার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে যে মানবিক কষ্ট ও অসম মাত্রার আক্রমণের শিকার হয়েছেন, তা থেকে আমরা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান চুপ করে থাকতে পারি না। আমরা চাই এই ম্যাচের আয় এমন একটি সংস্থাকে দিতে, যারা প্রতিদিন গাজায় মানুষের জীবন বাঁচাতে কাজ করছে। ’

আগামী সপ্তাহে শুরু হবে টিকিট বিক্রি। তবে এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। বুধবার প্রকাশিত এক প্রতিক্রিয়ায় তারা নরওয়ের কাছে দাবি জানায়, যেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ও জিম্মি নেওয়ার ঘটনাকেও সমানভাবে নিন্দা জানানো হয়। পাশাপাশি তারা সতর্ক করে, দানের অর্থ যেন কোনো সন্ত্রাসী সংগঠনের কাছে না যায়।

এদিকে, ম্যাচ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে উয়েফা ও স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করছে আয়োজকরা। উলেভাল স্টেডিয়ামে সাধারণত জাতীয় দলের ম্যাচে ২৬ হাজার দর্শক উপস্থিত থাকেন। তবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কারণে এবার মাঠে বসে খেলা দেখার অনুমতি পাবেন মাত্র তিন হাজার দর্শক।

গত বছরের অক্টোবর থেকে নিরাপত্তাজনিত কারণে ইসরায়েল নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না। নরওয়ের বিপক্ষে নিজেদের ‘হোম’ ম্যাচ তারা হাঙ্গেরিতে খেলেছিল। সেই ম্যাচে নরওয়ে ৪-২ গোলে জয় পায়। বর্তমানে পাঁচ দলের গ্রুপে শীর্ষে আছে নরওয়ে, আর তাদের ঠিক পিছনেই অবস্থান করছে ইসরায়েল।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0