বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: অনেকে পার্টির পদ ও পদবী ব্যবহার করে বিকল্প মিটিং এবং সভা করছেন যা পুরোপুরি বেআইনি মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টির বহিষ্কৃত কোনো নেতা কাউন্সিল ডাকার এখতিয়ার রাখেন না।
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির একটি অংশ শনিবার (৯ আগস্ট) কাউন্সিল ডেকেছেন। ওই গ্রুপে রয়েছেন জিএম কাদের কর্তৃক বহিষ্কৃত সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অনেক শীর্ষ পর্যায়ের নেতা।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, কোর্টের রায়কে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। কোর্টের রায়ে বহিষ্কৃত নেতাদের বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি। সে কারণে তারা এখনও বহিষ্কৃত রয়েছেন। কোর্ট ছোট অর্ডার দেন, পরিবর্তিত আকারে আদেশ দেওয়া হলো, এতে শুধুমাত্র চেয়ারম্যান এবং দফতর সম্পাদকের বিরুদ্ধে দায়িত্ব পালন থেকে পরবর্তী তারিখ পর্যন্ত বিরত থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, বহিষ্কৃত একজন নেতা নিজেকে মহাসচিব দাবি করছেন। তার পদের বিষয়ে কোনো আদেশ চাওয়া হয়নি। কোর্ট কোনো আদেশও দেয়নি। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। অতীতে যারাই জাতীয় পার্টি ভেঙেছে, তারাই একটি বা দুটি এমপির দলে পরিণত হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ওপর নিষেধাজ্ঞার পর জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছে একটি গ্রুপ। সে বিষয়ে মাহসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, গঠনতন্ত্রের ২০/২ (ক) ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের দীর্ঘ সময়ে অনুপস্থিতির কারণে চেয়ারম্যান নিজে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করতে পারবেন। অন্য কোনো উপায়ে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার সুযোগ নেই।
ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ভাবনা জানতে চাইলে বলেন, প্রথমতনির্বাচনের কোনো পরিবেশ নেই, মানুষের নিরাপত্তা নেই। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পরিবেশ সৃষ্টির বিষয়ে সচেষ্ট ছিল না। নির্বাচন স্বচ্ছ করতে সরকারের সদিচ্ছা ও সক্ষমতা থাকতে হবে। যদি স্বচ্ছ করার সদিচ্ছা দেখতে পাই তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে।
তিনি বলেন, ইসি অনিবন্ধিত দলের সঙ্গে বসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমরা নিবন্ধিত দল, কোনো বৈঠকে আমাদের ডাকা হয় না, আমাদের সঙ্গে বসতে চান না। সরকার রাজনীতিবিদদের মুখ বন্ধ করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, আলমগীরসিকদার লোটন, দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
বাংলাফ্লো/এনআর
Comments 0