জেলা প্রতিনিধি
যশোর: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর ৯ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের পাঁচজন সদস্য রয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজন করা অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতারা।
যোগদানকারীরা হলেন টেংরা গ্রামের মৃত মুনসুর আলির পাঁচ ছেলে—হাজী আনসার আলি, কাওছার আলি, লিয়াকত আলি, আবুজার আলি ও আবুহার আলি। এছাড়া মৃত আব্দুল মাজেদ গাজীর ছেলে আবু বক্কর, মৃত আবেদ আলী গাজীর ছেলে আবু হাসান, মজনুর ছেলে মুকুল হোসেন এবং মৃত কচি সরদারের ছেলে অহিদ হোসেন।
নতুনভাবে বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে এসেছেন। রাজনৈতিক পথচলায় তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, যোগদানকারীরা আগে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে বিএনপির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় আমাদের দলে যোগদানের সিদ্ধান্ত নেন। আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0