মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

বাসর রাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নববধূ

“চিকিৎসা নিতে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। এখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।”

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতেই ১৮ বছর বয়সী এক নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ভয়াবহ ও ন্যক্কারজনক ঘটনায় নববধূর স্বামী আসিফ মিয়াসহ মোট ৭ জনকে আটক করেছে পুলিশ। নির্যাতিতা ওই নববধূকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৭ আগস্ট) গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের এক তরুণীর সঙ্গে সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর, বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতেই ওই নববধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে অভিযোগ ওঠে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে ওই নববধূর শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ বলেন, “চিকিৎসা নিতে আসা ওই নারীর শরীরে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। এখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।”

এদিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শুক্রবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রাম থেকে স্বামী আসিফ মিয়াসহ ৭ জনকে আটক করা হয় এবং শনিবার বিকেলে তাঁদেরকে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাঘাটা থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। প্রকৃত ঘটনা কী তা তদন্ত শেষে জানা যাবে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এই ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0