মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

চবি শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ: ৯৮ জনকে আসামি করে মামলা

শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাটহাজারী থানায় একটি মামলা ও একটি জিডি দায়ের করেছে।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে টানা দুই দিনের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাটহাজারী থানায় একটি মামলা ও একটি জিডি দায়ের করেছে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং এক হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি জানান, “সংঘর্ষের ঘটনায় একটি মামলা আর একটি জিডি করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে যা করার সব করছি। শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন দ্রুত ক্লাস-পরীক্ষায় ফেরে। শিক্ষার্থীদের পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।”

চবিতে সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানার ওসি আবু কাউসার মোহাম্মদ হোসেন বলেন, চবিতে সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, শনিবার (৩০ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে নিরাপত্তারক্ষীর বাগবিতণ্ডা সংঘর্ষের সূত্রপাত ঘটায়। রাতের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ রবিবারও অব্যাহত থাকে। এতে শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপউপাচার্যসহ কয়েকশ ব্যক্তি আহত হন। রবিবার দুপুর ২টা থেকে ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়, যা এখনও বহাল আছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জানিয়েছেন, গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে চবি চিকিৎসা কেন্দ্রে তিন শতাধিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৪ জন, এবং নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া সোমবার বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে দুই জন লাইফ সাপোর্টে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ভর্তি আছেন। এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এনআইসিবিডিতে পাঠানো হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0