মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় নতুন নির্দেশনা শিক্ষা অধিদপ্তরের

সোমবার (৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ছবি: বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলির প্রক্রিয়া ডিজিটালাইজড করতে সফটওয়্যারে তথ্য ইনপুটের জন্য নির্ধারিত লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে।

শিক্ষকরা এখন http://20.84.77.3:3000/#/login এই ঠিকানায় প্রবেশ করে MPO Code_EIIN এবং Password: EIIN ব্যবহার করে নিজেদের তথ্য সফটওয়্যারে ইনপুট করতে পারবেন।

সোমবার (৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছা. রোকসানা বেগমের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চিঠিটি বিভাগের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

এতে আরও বলা হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির তথ্য সফটওয়্যারে যথাযথভাবে ইনপুট করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিতে হবে।

এ উদ্দেশ্যে প্রতিটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে লিংক, ইউজার আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0